ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বকেয়া বেতন দাবিতে প্রেসক্লাবে শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৬ ডিসেম্বর ২০২০  
বকেয়া বেতন দাবিতে প্রেসক্লাবে শ্রমিকদের অবস্থান

ঢাকা/এসআই/ইভা 

বকেয়া বেতনের দাবিতে ছয়দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন তৈরি পোশাক কারখানা এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকরা।

রোববার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কয়েকশ শ্রমিক এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১১ মাসের বেতন বকেয়া রয়েছে।

শ্রমিকরা জানান, এ ওয়ান বিডি লিমিটেড সোয়টার প্রস্তুতকারি কারখানাটি সাভারে অবস্থিত।

কর্মসূচিতে অংশ নেওয়া আবদুস সালাম নামে শ্রমিক বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। মালিক বলেছিলেন তারা কারখানা চালাতে পারছেন না, তাই বন্ধ করে দেবেন। এই বলে গত এপ্রিল মাসে কারখানা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের কোনো নোটিশ দেয়নি। এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। এমনকি আমাদের কোনো বেতনও দেওয়া হয়নি। আমি ১৫ বছর ধরে চাকরি করি। গত ছয় দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। বেতন না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’

এ সময় শ্রমিকরা বেপজা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি করেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়