ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন বাতিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৫১, ৬ ডিসেম্বর ২০২০
চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন বাতিল

অনিয়মের কারণে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৬ ডিসেম্বর) ইসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের চিঠি দিয়ে এ নির্বাচন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’

জানা গেছে, গত ১০ অক্টোবর এ উপজেলা পরিষদের চেয়ারম‌্যান পদে উপ-নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাউছার জয়ী হন। এ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলাও করেছিল ইসি। নিক্সন চৌধুরী বর্তমানে জামিনে আছেন।

আরও জানা গেছে, চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে ইসির একটি কমিটি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার সাহা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহেদুন্নবী চৌধুরীর কমিটি এ নির্বাচনে অনিয়মের সত‌্যতা পায়। অনিয়ম প্রমাণিত হওয়ায় চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করলো ইসি।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়