ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেন্দ্রীয় ডাটা সেন্টারে থাকবে সব সরকারি তথ্য

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৭ ডিসেম্বর ২০২০  
কেন্দ্রীয় ডাটা সেন্টারে থাকবে সব সরকারি তথ্য

সরকারি সব দপ্তরের তথ্য গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক। এ ডাটা সেন্টারে টাকা দিয়ে বেসরকারি খাতের তথ্যও রাখা যাবে।

সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড’ শীর্ষক কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশনের সংশোধিত খসড়া ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সবার ডাটা আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়ের কালিয়াকৈরের মেগা ডাটা সেন্টারে রাখতে হবে। এখানে বিদেশিদের ডাটাও রাখা যাবে। সরকার ডাটা সেন্টারের জন্য প্রথমে একটা অপারেটিং ফান্ড দেবে। এরপর সরকার আর টাকা দেবে না। ডাটা স্টোর করে যে টাকা পাওয়া যাবে, সেটা দিয়েই মেনটেইন করবে এবং ভাবিষ্যতে এক্সটেনশন করবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগ একটা করে সার্ভার বসায়। এখন থেকে কেউ আর তা পারবে না। সবার ডাটা কালিয়াকৈরে ডাটা সেন্টারে কোম্পানির আন্ডারে স্টোর করতে হবে। কারণ, ওখানে সব সেফটি ও সিকিউরিটি থাকবে। এটার একটা ব্যাকআপ আছে যশোরে। কোনো কারণে যদি কালিয়াকৈরে ডিজাস্টারও হয়, সব ডাটা যশোরের ব্যাকআপ সেন্টার থেকে উদ্ধার করা যাবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সম্প্রতি আমরা দেখলাম বড় বড় কিছু ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কিন্তু এখন থেকে সব সরকারি ডাটা ওখানে স্টোর করা যাবে। এখন পর্যন্ত সাত টেরাবাইট ডাটা সংরক্ষণ করা হয়েছে।’

তিনি জানান, ইউরোপীয় একজন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ এ সেন্টার দেখে গেছেন। তিনি জানিয়েছেন, ইউরোপেও এত বড় ডাটা সেন্টার নেই। তাদের ডাটাও এখানে স্টোর করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রাইভেট সেক্টরের লোকজন অন-পেমেন্টে (টাকা দিয়ে) ডাটা সংরক্ষণ করতে পারবে।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়