ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরাতে প্রচেষ্টা জোরদারের সুপারিশ 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:২১, ৮ ডিসেম্বর ২০২০
রোহিঙ্গাদের ফেরাতে প্রচেষ্টা জোরদারের সুপারিশ 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও তাদের ভাষাণচরে স্থানান্তরের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থাপিত কর্মপরিকল্পনার বিষয়ে কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়