Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

ভাস্কর্য ইস্যু: সমাধানে ৫ প্রস্তাব সাধারণ ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:৪৫, ৯ ডিসেম্বর ২০২০
ভাস্কর্য ইস্যু: সমাধানে ৫ প্রস্তাব সাধারণ ছাত্র পরিষদের

ভাস্কর্য ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানে পাঁচ দফা প্রস্তাব করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ (একাংশ)।

বুধবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব করেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করতে হবে। এ সময় তারা ৫ দফা দাবি জানান। তাদের দাবি-
১) দুইপক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান।
২) আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান।
৩) কারো উসকানিতে দেশের সব ভাস্কর্যের ক্ষতি না করতে সবার প্রতি আহ্বান।
৪) দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান।
৫) ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্ববায়ক এপিএম সুহেল, সদস‌্য সচিব ইসমাইল সম্রাট প্রমুখ। 

সাইফুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ