ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটকল বন্ধের প্রতিবাদে শ্রমিক দলের পদযাত্রা 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৯ ডিসেম্বর ২০২০  
পাটকল বন্ধের প্রতিবাদে শ্রমিক দলের পদযাত্রা 

রাষ্ট্রায়ত্ত ছয় চিনি কল বন্ধের প্রতিবাদে পদযাত্রা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন হওয়ার কথা ছিল। অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারেনি। পরে চিনি কল বন্ধের প্রতিবাদে পদযাত্রা করে। 
প্রেসক্লাবের সামনে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া কোনো মানববন্ধন কিংবা সমাবেশ করার সুযোগ নেই। শ্রমিকদল মানববন্ধন করার কোনো অনুমতি দেখাতে পারেনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে শ্রমিক দলের নেতা-কর্মীরা পদযাত্রা করেন। বিজয় নগরে শ্রম ভবনের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা কর্মসূচি শেষ করেন।

এ সময় প্রিন্স বলেন, ‘আমরা দেশের অসহায় চিনিকল শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানাতে মানববন্ধন করতে চেয়েছি। পুলিশ আমাদের সেটা করতে দেয়নি। সদ্য বন্ধ হওয়া চিনি কলগুলোকে অবিলম্বে খুলে দিয়ে আখমাড়াই শুরু করার দাবি জানাচ্ছি।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বলেন, ‘আমরা অবিলম্বে বন্ধ চিনিকল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’

ঢাকা/সাইফুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়