ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিদের প্রতি আহ্বান

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১০ ডিসেম্বর ২০২০  
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিদের প্রতি আহ্বান

বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ অ‌্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ‌্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

স্পিকার বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস এবং নারী ও কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএপিপিডি নির্বাচনি এলাকাভিত্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। বিএপিপিডির আওতাধীন বিভিন্ন সাব-কমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে, যা কার্যকর পদক্ষেপ। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, আ স ম ফিরোজ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মেহের আফরোজ এমপি, আরম দত্ত এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি, শামসুল হক টুকু এমপি, আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, আদিবা আঞ্জুম মিতা এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আশা টোর্কেলসন বক্তব্য রাখেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়