ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ডিসেম্বরের মধ্যেই সব তার মাটির নিচে নিতে হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৯, ১৫ ডিসেম্বর ২০২০
ডিসেম্বরের মধ্যেই সব তার মাটির নিচে নিতে হবে: তাপস

ব‌্যারিস্টার ফজলে নূর তাপস (ফাইল ছবি)

ইন্টারনেট ও ডিশলাইন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোকে ডিসেম্বরের মধ‌্যে ঝুলন্ত তার সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সড়কের ওপর থেকে এসব ঝুলন্ত তার মাটির নিচে নিতে হবে।’ 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর)  ধানমন্ডিতে অবস্থিত আবাহনী মাঠের পাশে ঝুলন্ত তার অপসরণ কার্যক্রম পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন।

তাপস বলেন, ‘প্রয়োজনে আমরা উদ্যোগ নিয়ে  এসব ঝুলন্ত তার নিচে নেবো। এজন্য সিটি করপোরেশন কোনো ফি নেবে না। কিন্তু ডিসেম্বরের মধ্যে যদি ব্যবসায়ীরা তার অপসারণ না করেন, তাহলে আবার অভিযানে চালাবো।’  

অবৈধ স্থাপনা উচ্ছেন প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ‘অবৈধ মার্কেট, দোকান ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান না। তবে, যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের পুনর্বাসনে সিটি করপোরেশন কাজ করবে। ’ 

এসময় ডিএসসিসির কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

ঢাকা/এসআই/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়