ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজাকারদের ভোটাধিকার নিষিদ্ধ করার দাবি

নিজস্ব প্রতিবেদন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৬ ডিসেম্বর ২০২০  
রাজাকারদের ভোটাধিকার নিষিদ্ধ করার দাবি

রাজাকার, মানবতাবিরোধী অপরাধী ও তাদের বংশধরদের  রাজনীতি ও ভোটাধিকার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ৪৯তম বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এই দাবি জানানো হয়। 

শ্রদ্ধা জানানোর পর সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়েও স্বাধীনতাবিরোধী রাজাকার ও মানবতাবিরোধীঅপরাধীদের বংশধররা পরিকল্পিতভাবে স্বাধীন-সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইসলাম ধর্মের অপব্যাখ্যা সৃষ্টি করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্রের নীল-নকশার অংশ হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে।  যা ভবিষ্যৎ গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা ও উন্নয়নের বাংলাদেশকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল।’

কবীর চৌধুরী আরও বলেন, ‘রাজাকারদের  রাজনীতি ও ভোটাধিকার সাংবিধানিকভাবেই নিষিদ্ধ করে এই অশুভ অপশক্তির বিষবৃক্ষের মূলোৎপাটন করা সময়ের দাবি। এজন‌্য নির্ভুল রাজাকারের তালিকা তৈরি করে তাদের ব্যক্তি ও বংশ পরিচয় জাতির সামনে তুলে ধরাও সরকারের নৈতিক দায়িত্ব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রাশিদা হক, মিজানুর রহমান, খন্দকার তারেক, যুগ্ম-সম্পাদক ইমরান খান, হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুর রহমান ইমন, সদস্য সাব্বির প্রমুখ।

ঢাকা/এসআই/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়