ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের নির্মূল করাই বিজয় দিবসের প্রত্যয়: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৬, ১৬ ডিসেম্বর ২০২০
স্বাধীনতাবিরোধীদের নির্মূল করাই বিজয় দিবসের প্রত্যয়: তথ্যমন্ত্রী

তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

স্বাধীনতাবিরোধীদের নির্মূল করার প্রত‌্যয় ব‌্যক্ত করেছেন তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই এবারের বিজয় দিবসের প্রত‌্যয়।’

বুধবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণশেষে মন্ত্রী এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সার্থকতা সেখানেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে।’ তিনি বলেন, ‘আজ অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক  সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছি।  এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা। কিন্তু বিজয়ের ৪৯ বছর পরও আজ স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝেমধ্যে আস্ফালন করে।  এর জন‌্য দায়ী খালেদা জিয়ার নেতৃত্বাধীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি।’ 

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষাবলম্বন করে লড়াই করেছিল, দলগতভাবে সেই জামায়াতকে বিএনপি তাদের জোটসঙ্গী করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। আর স্বপ্ন দেখে এদেশকে কিভাবে আবার পাকিস্তান বানানো যায়।’ বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব‌্য করেন।

ঢাকা/পার‌ভেজ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়