ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিজয় দিবসে বায়তুল মোকাররমে মিলাদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৬ ডিসেম্বর ২০২০  
বিজয় দিবসে বায়তুল মোকাররমে মিলাদ 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ কর্মসূচি হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

অন্যদিকে মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া করা হয়।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এছাড়া মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। 

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়