ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ. লীগের পিছু লেগে না থেকে নিজেদের ঘর সামলান: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২০ ডিসেম্বর ২০২০  
আ. লীগের পিছু লেগে না থেকে নিজেদের ঘর সামলান: তথ্যমন্ত্রী

তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

বিএনপি দুই নেতার সাম্প্রতিক শোকজের প্রসঙ্গ টেনে দলটির কঠোর সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  বিএনপির নেতাদের উদ্দেশে তিনি  বলেন, ‘আওয়ামী লীগের পিছু না লেগে থেকে নিজেদের ঘর সামলান। ’

রবিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি’ (প্রগতিশীল ন্যাপ)-এর উদ‌্যোগে ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তথ‌্যমন্ত্রী বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সংবাদ সম্মেলন শুনলাম।  পুরোটাই শুনেছি।  আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিকে বলবো, আপনারা তো নিজেদের ঘরই সামলাতে পারেন না। তাহলে দেশ সামলাবেন কিভাবে?’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এত বড় পদ্মা সেতু হয়ে গেলো।  প্রায় সম্পন্ন হয়েছে। সব দেশের মানুষ উচ্ছ্বসিত আনন্দিত, কিন্তু বিএনপির মুখে একটা কথাও নেই। অবশ্য এর পেছনে কারণ আছে। এই পদ্মা সেতু হবে না, আওয়ামী লীগ করতে পারবে না, সেটা তারা জোর গলায় বলেছিল।  এ কারণে যখন পদ্মা সেতু হয়ে গেছে,  তখন তারা লজ্জায় চুপসে গেছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর দেশের বিশিষ্ট ৩২ ব্যক্তির দেওয়া বিবৃতি সম্পর্কে তথ‌্যমন্ত্রী বলেন, ‘তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা কিন্তু বিএনপি ঘরোনার বিবৃতি দিয়েছেন।  তারা সব সময় সরকারের বিরুদ্ধে বলে আসছেন। আবার কেউ কেউ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদেও রয়েছেন। এখন ব্যতিক্রমটা হচ্ছে, কালকে সবাই একসঙ্গে বসে বলেছেন।  অবশ্য সে বিবৃতি বিএনপি অফিস থেকে ড্রাফ হয়ে এসেছে।’

সভায় প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে দলের নেতামর্কীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসআই/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়