ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুড়িগ্রামে হবে কৃষি বিশ্ববিদ্যালয়

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২১ ডিসেম্বর ২০২০  
কুড়িগ্রামে হবে কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একসময় মঙ্গাপীড়িত এলাকা ছিল কুড়িগ্রাম। সেখানে এখন বিশ্ববিদ্যালয় হবে। গবেষণা ও ফার্মিং হবে। এর ফলে সেখানে উন্নয়ন হবে। কৃষি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ‌্যে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ আইন করা হচ্ছে।’

বাংলাদেশে ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি। দেশে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়