ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালার খসড়া অনুমোদন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২১ ডিসেম্বর ২০২০  
গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালার খসড়া অনুমোদন

বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালা-২০২০ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেসব দেশ আমাদের কাছ থেকে কৃষিপণ্য কেনে, তারা বারবার তাগিদ দিচ্ছে যে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) নীতিমালা করতে হবে, তা না হলে তোমাদের এখান থেকে নেব না। তাই বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

নীতিমালার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করা, পরিবেশ সহনীয় ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং কর্মীর স্বাস্থ্যসুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ করা। নীতিমালা অনুযায়ী, খাদ্যশৃঙ্খলের সব স্তরে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা করাও এই নীতিমালার অন্যতম উদ্দেশ্য।’ 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আর্সেনিক কতটুকু পর্যন্ত থাকলে আপনি গ্রহণ করতে পারবেন, এগুলো সবই এগ্রিকালচাল গুড প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। নীতিমালাটি যদি পুরোপুরি বস্তবায়ন করা যায়, তাহলে আমাদের বীজতলা তৈরি থেকে শুরু করে মার্কেটিং ও ভোক্তা পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়