ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফুলবাড়ীয়া মার্কেটের ৫ম-৭ম তলায় দোকান বরাদ্দ চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৩ ডিসেম্বর ২০২০  
ফুলবাড়ীয়া মার্কেটের ৫ম-৭ম তলায় দোকান বরাদ্দ চান ব্যবসায়ীরা

ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এর ৫ম-৭ম তলায় দোকান বরাদ্দ দিলে স্বেচ্ছায় বেজমেন্ট (নিচ তলা) ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দাবি জানান। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, ‘গত ১০ বছর ধরে ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২, ব্লক-এ, বি, সি ও বেইজমেন্টে আমরা ব্যবসা করে আসছি। আমাদের নামে ৫৪১ দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমে দোকান প্রতি ৬০০ টাকা করে প্রতি মাসে ভাড়া নেওয়া হয়। পরবর্তী সময়ে বাড়িয়ে বর্তমানে প্রতি মাসে সিটি করপোরেশনের বাজার শাখা ১ হাজার ৬০০ টাকা রশিদের মাধ্যমে ভাড়া নিচ্ছে। ৫৪১ জন ব্যবসায়ীর  ট্রেড লাইসেন্স  আছে।  ২০২১ সালের জুন মাস পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে। আমরা নিয়মিতভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে আসছি। শুধু তাই নয়, ২০২১ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত দোকানের ভাড়া নেওয়া হয়েছে।’

আব্দুল হান্নান আরও বলেন, ‘স্থাপনা ও দোকান উচ্ছেদের নামে সিটি করপোরেশন যদি আমাদের উচ্ছেদ করে তাহলে হাজার হাজার ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে যাবে। কারণ তাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এই ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষের রুটি-রুজি যুক্ত আছে। আমরা প্রধানমন্ত্রী ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ৫৪১ জন ব্যবসায়ীকে ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এর ৫ম থেকে ৭ম তলায় যে খালি দোকান আছে, সেখানে  বরাদ্দ দিলে আমরা স্বেচ্ছায় বেজমেন্ট ছেড়ে চলে যাবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এর ব্যবসায়ী নাসির উদ্দিন, মো. বাকের হোসেন, জাহিদ হাসান, মাসুদ রানা, মো. ইব্রাহিম মিয়া প্রমুখ। 

ঢাকা/এসআই/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়