ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আগামী বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন দেখতে চায় জাপান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:০৬, ২৪ ডিসেম্বর ২০২০
আগামী বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন দেখতে চায় জাপান

জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া উচিত বলে মন্তব‌্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ‘আমরা আগামী বছরেই (২০২১) রোহিঙ্গাদের প্রত্যাবাসন দেখতে চাই।’ 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের  উদ‌্যোগে আয়োজিত ডিক্যাব টকে অংশ নিয়ে জাপানি রাষ্ট্রদূত এসব বলেন।

ইতো নাওকি বলেন, ‘আমাদের উচিত পরের বছর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা। এজন্য জাপান সহায়তা অব্যাহত রাখবে।’তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’

জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকট ইস্যুতে শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা  ও সরকারি পর্যায়ের সরাসরি যোগাযোগ করছি।’তিনি বলেন, ‘বাংলাদেশের মতো মিয়ানমারও জাপানের ঐতিহ্যবাহী বন্ধু হিসাবে রয়ে গেছে। উভয় দেশের সঙ্গেই আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে।’

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ‘জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা নিক না কেন, আমরা এ সংকটের সমাধানে আমাদের মতো করে চেষ্টা করছি।’

জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের বাইরেও করোনা বাড়তে থাকবে। বাংলাদেশ কৌশলগত অবস্থান এশিয়া ও এর বাইরেও বাজার ও সরবরাহ চেইনকে সংহত করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে নওকি বলেন, ‘আগামী ৩ থেকে ৫ বছরে বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন চিত্র আসবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে জাপান ক্রমবর্ধিষ্ণু সম্ভাবনা ও ভৌগলিকভাবে কৌশলগত অবস্থানের জন্য  গুরুত্ব দেয়।’

নওকি আরও বলেন, ‘বিনিয়োগের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার দুর্দান্ত কাজ করেছে।’

ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

ঢাকা/হাসান/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়