ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নারী পুনর্বাসন কেন্দ্রের তথ্য পুলিশ ও আইনজীবীর মাধ্যমে সংগ্রহের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:২৮, ২৪ ডিসেম্বর ২০২০
নারী পুনর্বাসন কেন্দ্রের তথ্য পুলিশ ও আইনজীবীর মাধ্যমে সংগ্রহের সুপারিশ

রাজধানীর ইস্কাটনের নারী পুনর্বাসন কেন্দ্রের তথ্য পুলিশ, আইনজীবীর মাধ্যমে সংগ্রহ করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  কমিটির সভাপতি মেহের আফরোজ  বৈঠকে  সভাপতিত্ব করেন।  কমিটির সদস্য মো. শাহজাহান মিয়া এবং সাহাদারা মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনকে করোনাকালীন স্বল্প পরিসরে বাসায় কিংবা অনুষ্ঠানে খাবার পৌঁছে দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।  শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রকল্প পরিচালক পরিবর্তন করার সুপারিশ করা হয়।  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ