ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খাস সম্পত্তি উদ্ধারের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৪ ডিসেম্বর ২০২০  
খাস সম্পত্তি উদ্ধারের সুপারিশ

দেশের সব জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস সম্পত্তি চিহ্নিত করে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জল শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম।

বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের সম্পত্তি পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়।

যেসব জেলা-উপজেলা ও পৌরসভায় ভূমি অফিসের কার্যক্রম প্রশাসনিক অনুমোদন ছাড়াই চলছে, সেসব ভূমি অফিসকে প্রশাসনিক অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা এবং দুটি উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়