ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান আজ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ২৬ ডিসেম্বর ২০২০  
সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান আজ

রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আজ শনিবার (২৬ ডিসেম্বর) অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসিসিসি)।

শনিবার দুপুর ১২ টায় রাজধানীর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও  তানজিলা কবীর ত্রপা।

এর আগে ২৩ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে (গত দুই দিন) অভিযান চালিয়ে ৩৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় অবৈধভাবে গড়ে তোলা ২৯২টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূতভাবে গড়ে ওঠা দোকান ৭৫৩টি।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়