ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ. লীগে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে: তথ‌্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৩১ ডিসেম্বর ২০২০  
আ. লীগে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে: তথ‌্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘দলের ভেতরে সুযোগ সন্ধানীরা থাকলে দল ক্ষতিগ্রস্ত হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দলীয় পদ থেকে বাদ দেওয়ার কাজ শুরু করেছি। আগামীতে এই কাজ অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০২০ সালে বাংলাদেশের বড় অর্জন স্বপ্নের পদ্মসেতু। নিজস্ব অর্থায়নে সেতুর কাজ প্রায় শেষপর্যায়ে। এই বছরে মাথাপিছু আয় বেড়েছে। ১ হাজার ৯০০ ডলার থেকে বেড়ে গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলারে। এসব বিএনপি নেতাদের চোখে পড়ে না। কারণ তারা তো অন্ধকারের মধ্যে আছেন। চোখ থাকতেও তারা চোখ বন্ধ করে আছেন। আমি আশা করি, আগামী বছর তারা চোখ খুলবেন।’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী বছরও এর ব্যতিক্রম হবে না। আশা করি, আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতিতে ফিরবে। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা সবসময় অন্ধকারের মধ্যে থাকেন। এজন্য চারদিকে অন্ধকার দেখছেন। তারা বাইরের আলোতে বেরিয়ে আসার চেষ্টা করছেন না।’ তিনি আরও বলেন, ‘সব বিষয়ে বিশেষজ্ঞরা জনগণকে বিভ্রান্ত করছেন।’ জনগণকে বিভ্রান্ত করার এই ‘অপচেষ্টা’ মোকাবিলা করার আহ্বান জানান তিনি।  

নঈমুদ্দীন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়