ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধর্ষণ মামলা: ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত ল্যাব স্থাপনের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৩, ৩১ ডিসেম্বর ২০২০
ধর্ষণ মামলা: ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত ল্যাব স্থাপনের সুপারিশ

ধর্ষণ মামলার ডিএনএ এবং মাদকাসক্তদের ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত  ল্যাব স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে পর্যাপ্ত বিচারক নিয়োগেরও সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, মো. শহিদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যেসব কুশিলবরা রয়েছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়