ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘মুজিববর্ষে বিদ্যুৎ পৌঁছাবে দুর্গম এলাকায়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৮, ১ জানুয়ারি ২০২১
‘মুজিববর্ষে বিদ্যুৎ পৌঁছাবে দুর্গম এলাকায়’

এরকম কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মুজিববর্ষে দুর্গম এলাকাতেও বিদ্যুতের আলো পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ডিসেম্বরের মধ্যেই দেশের সব গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা দুর্গম এলাকায়, যেখানে গ্রিড লাইন নেই, সেসব ঘরেও মুজিববর্ষের মধ্যেই পৌঁছে যাবে বিদ্যুতের আলো।’

তিনি আরও লিখেন, ‘আজ যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, তা দুর্গম চরাঞ্চলে বিদ্যুতায়নের। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকো রাজশাহী এবং লালমনিরহাটের বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রায় ১০ হাজারের বেশি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতায়ন করছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব চরাঞ্চলের মানুষরাও হয়তো কখনো ভাবেননি, তাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে।’

‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমাদের অনেক কাজে বিঘ্ন ঘটেছে। কিন্তু আমাদের লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারেনি। আমরা ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এ দেশের শতভাগ মানুষের ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে’, লিখেন বিদ‌্যুৎ প্রতিমন্ত্রী।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়