ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩০৫ শ্রমিককে ৯০ লাখ টাকা সহায়তা

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ২ জানুয়ারি ২০২১  
৩০৫ শ্রমিককে ৯০ লাখ টাকা সহায়তা

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৩০৫ জন শ্রমিক ও তাদের স্বজনদের ৯০ লাখ ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্ত্বরে এক অনুষ্ঠানে খুলনা অঞ্চলের ছয় জেলার এসব শ্রমিক ও তাদের পরিবারের সদস‌্যদের সহায়তার চেক দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ বক্তব‌্য রাখেন। স্বাগত বক্তব‌্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম।

চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়, গত দুই বছরে খুলনা অঞ্চলের ছয় জেলা—খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর ও মাগুরার প্রায় ২ হাজার শ্রমিককে প্রায় সাড়ে ৩ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন‌্য সহায়তা দেওয়া হয়েছে অর্ধকোটি টাকা।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়