ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শীতবস্ত্র দিলো ‘মানুষ মানুষের জন্য’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২ জানুয়ারি ২০২১  
শীতবস্ত্র দিলো ‘মানুষ মানুষের জন্য’

রাজধানীর শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

শীতবস্ত্র বিতরণে অংশ নেন ‘মানুষ মানুষের জন্য’র প্রতিষ্ঠাতা কবিতা বিনতে ফরজানা, ‘মানুষ মানুষের জন্য’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন জিসান মাহমুদ, জেবিন তাসমিন বাঁধন, মডারটের খাদিজা, অমর ফারজানা, মীর ইসহাক, রাজু, মাসুদসহ অনেকে।

কবিতা বিনতে ফরজানা বলেন, ‘আমাদের লক্ষ্য—অসহায় মানুষের পাশে থাকা। আমরা চাই, ছিন্নমূল মানুষদের মুখে একটু হাসি ফোটাতে; পথশিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের পাশে থাকতে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে ‘আজকের শিশু আগামীর ভবিষ্যত; শিশুরা বোঝা নয়, মানবসম্পদ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু হয় ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের। 

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়