ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিকেলে কমিশনারদের বেতন ভাতা নিয়ে বৈঠকে বসবে ইসি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৫, ৩ জানুয়ারি ২০২১
বিকেলে কমিশনারদের বেতন ভাতা নিয়ে বৈঠকে বসবে ইসি 

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের বেতন ভাতা, পেনশন, ও অন্যান্য সুযোগ সুবিধাদি সংক্রান্ত আইন ও আরও কিছু এজেন্ডা নিয়ে ৭৪তম কমিশন সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. শাহ্‌ আলম বিষয়টি জানিয়েছেন।

উপ-সচিব জানান, সভায় নির্বাচন কমিশন (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ (সংশোধনী ২০১৬সহ) এর সংশোধিত তফশিলে নবসৃজিত পদ অবমুক্তকরণ, নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালনায় প্রশিক্ষণ পরিকল্পনা ও বাজেট প্রমিতকরণ নীতিমালার ওপর আলোচনা ও নির্দেশনা, নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনিস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাবনায় সুনির্দিষ্ট তথ্যর ওপর আলোচনা ও নির্দেশনাসহ আরও কিছু এজেন্ডা নিয়ে আলোচলা করা হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ, ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, ইসির যুগ্ন-সচিবরা উপস্থিত থাকবেন বলে ইসি সূত্রে জানা গেছে।

ঢাকা/হাসিবুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়