ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩ জানুয়ারি ২০২১  
প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

করোনার কারণে  খাদ্যসংকট  দেখা দিলে টাকা থাকলেও খাদ্য পাওয়া কঠিন হবে বলে মন্তব‌্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে পাওয়াই যাবে না। তাই  আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে।’ 

রোববার (৩ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায়  কৃষিমন্ত্রী  এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ হলো জনসংখ্যা। আমাদের জনসংখ‌্যা প্রতিবছর ২২-২৩ লাখ করে বাড়ছে। অথচ নানা কারণে চাষের জমি কমছে। এই স্বল্প জমি থেকেই মানুষের খাদ্য ও অন‌্যান‌্য প্রাণির খাবারের জোগান দিতে হবে। সেজন্য কৃষি বিভাগের সবাইকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

কর্মকর্তাদের মাঠ পর্যায়ে যাওয়ার নির্দেশ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের শুধু মন্ত্রণালয়ে বসে থেকে গতানুগতিক কাজ করলে হবে না। বরং মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শনে যেতে হবে। দেশের কোন এলাকায় কী চাষ করা যাবে, কী চাষের সম্ভাবনা আছে, তা চিহ্নিত করে পুরোপুরি কাজে লাগাতে হবে। যেন কৃষি উৎপাদন আরও বাড়ানো যায়।’ 

এপিএ সম্পাদনে পরপর দুই বার কৃষি মন্ত্রণালয় ২য় স্থান অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী  বলেন, ‘এই সাফল্যের পরও আমাদের সবাইকে আরও তৎপর থাকতে হবে। এপিএ বাস্তবায়নে নিষ্ঠাবান হতে হবে।’ 

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় এবার ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বাস্তবায়নে ২য় স্থান অর্জন করেছে। পরপর দুই বার কৃষি মন্ত্রণালয় এপিএ সম্পাদনে ৫১টি মন্ত্রণালয়, বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করে।

ঢাকা/আসাদ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়