ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘র‌্যাবের মাদক-জঙ্গিবিরোধী অভিযান অব‌্যাহত থাকবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৫ জানুয়ারি ২০২১  
‘র‌্যাবের মাদক-জঙ্গিবিরোধী অভিযান অব‌্যাহত থাকবে’

র‌্যাবের আইন ও গণমাধ‌্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ

নতুন বছরে র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়নের (র‌্যাব) মাদক ও জঙ্গিবিরোধী অভিযান অব‌্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই বাহিনীর আইন ও গণমাধ‌্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নতুন বছরে র‌্যাবের কর্মপরিকল্পনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের ম্যান্ডেট নিয়ে ১৪ বছর আগে র‌্যাবের জন্ম হয়েছিল। চলতি বছরে র‌্যাবের লক্ষ্য হবে, যে তিনটি বিষয় নিয়ে আমরা কাজ করছি, সে বিষয়ে যেন জনগণের আস্থা ধরে রাখতে পারি। নতুন বছরে জঙ্গিবিরোধী অভিযান ত্বরান্বিত করব। মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সক্ষমতা দেশবাসী আবারও দেখতে পাবেন বলে আমরা প্রত্যাশা করি। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের তৎপরতা অব‌্যাহত থাকবে।’

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়