ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শহীদুজ্জামান বিটিআরসির নতুন কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১১ জানুয়ারি ২০২১  
শহীদুজ্জামান বিটিআরসির নতুন কমিশনার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

শহীদুজ্জামান এর আগে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক ছিলেন। এ পদ থেকেই অবসরে যান তিনি।

গত ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
 

বিটিআরসিতে কমিশনারের পাঁচটি পদ রয়েছে। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

 

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়