ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:১০, ১৩ জানুয়ারি ২০২১
৪ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা মানববন্ধন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি না মানলে সাত দিনের মধ্যে কঠোর আন্দোলন করা হবে।

প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া, অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ‌্যা বাড়ানোর দাবি জানান তারা।

ঢাকা/সাইফুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়