ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় পুনঃতদন্ত দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৫ জানুয়ারি ২০২১  
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় পুনঃতদন্ত দাবি

মানিক সাহা (ফাইল ফটো)

একুশে পদক পাওয়া সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় পুনঃতদন্ত দাবি করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

শুক্রবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এ দাবি জানানো হয়। মানিক সাহা হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে ‘সাংবাদিক মানিক সাহার সুহৃদবৃন্দ’।

সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে’র সভাপতিত্বে ও সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, উদীচীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, শিক্ষক নেতা অধ্যক্ষ মো. আকমল হোসেন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ, বিএফইউজের নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ ও সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, ডিইউজে’র নির্বাহী কমিটির সদস্য সাকিলা পারভীন, সাংবাদিক মানিক লাল ঘোষ, সংস্কৃতিকর্মী হাসান তারেক, ইঞ্জিনিয়ার তুহীন পারভেজ প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিক সাহা। অনুসন্ধানী সাংবাদিকতাই তার হত্যার রহস্য উদঘাটন করতে পারে। তাই অনুসন্ধানী সাংবাদিকতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকারকেও সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হতে হবে।’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মানিক সাহা ছিলেন বুর্জোয়া শাসক শ্রেণি ও মৌলবাদী গোষ্ঠীর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সাহসী ও প্রতিবাদী কণ্ঠ। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। সরকার ও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে এ হত্যাকাণ্ডের রহস্য দীর্ঘ সময়েও উন্মোচন হয়নি।’

মানিক সাহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়