Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৮ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৩ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় ব‌্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:০০, ১৭ জানুয়ারি ২০২১
রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় ব‌্যবসায়ীর মৃত্যু

রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে পিকআপভ্যানের ধাক্কায় সাইফুল (৩৭) নামে এক ব‌্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ভোর ৫টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফুলের দেশের বাড়ি চিটাগাং জেলার সন্দ্বীপ এলাকায়। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন।  তার তিন মাসের এক ছোট মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই মোস্তফা জানান, কাজের উদ্দেশ্য সকালে বাসা থেকে বের হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইফুর আহত হন। পরে গুরুতর অবস্থায় স্থানীয় এক বাসিন্দা তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ঢাকা/সাইফুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়