ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:০০, ১৭ জানুয়ারি ২০২১
জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সারা দেশে সতর্ক থাকার জন‌্য নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি)  দুপুরে রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ‌্যান্টি টেররিজম ইউনিটের আ‌য়োজ‌নে উগ্রবাদী কার্যক্রম বিরোধী জনসচেতনতামূলক ওভিসি ও টিভিসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘উগ্র মৌলবাদী ইসলাম বা ইসলাম আদর্শ নেই। কিন্তু এটিকে পুঁজি করে এদেশের মুষ্টিমেয় কিছু লোক জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তাদের সে আশা কখনো পূরণ হবে না। কেননা জঙ্গিবাদ নির্মূলে পুলিশ-র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে চলেছে।’

পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।  জঙ্গিবাদ নির্মূল হয়েছে এই আত্মতুষ্টিতে থাকা চলবে না। ভৌগলিক কারণে জঙ্গিরা বাংলাদেশকে টার্গেট করতে পারে।  তারা যেন সে টার্গেটে সফল না হতে পারে সেজন্য পুলিশ-র‌্যাব সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সার্বক্ষণিক নজরদারি করতে হবে।’

জঙ্গিবাদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন  প্রধানমন্ত্রী উল্লেখ করে ডক্টর বেনজীর বলেন, ‘এ কারণেই এদেশে জঙ্গিরা সফল হতে পারছে না। তাদের সব অসৎ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।’

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাকসুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়