ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন চেয়েছে গ্লোব বায়োটেক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩৪, ১৭ জানুয়ারি ২০২১
ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন চেয়েছে গ্লোব বায়োটেক

করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ইথিক্যাল অ্যাপ্রুভাল চেয়ে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) প্রটোকল জমা দিয়েছে গ্লোব বায়োটেক।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ।

তিনি বলেন, গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) এ প্রটোকল জমা দিয়েছে। বিএমআরসির অনুমোদন পেলেই হিউম্যান ট্রায়াল শুরু করা হবে। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক।

ঢাকা/সাওন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়