ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৭ জানুয়ারি ২০২১  
দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন হয়েছে গতকাল শনিবার (১৬ জানুয়ারি)। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে ইসি। এ নির্বাচনে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ।

রোববার (১৭ জানুয়ারি) ইসি সূত্রে জানা গেছে, ৬০ পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোট দিয়েছেন।

ইসি আরও জানিয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়, ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এ পৌরসভায় ১১ হাজার ৮৬৭ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৯২ জন ভোট দিয়েছেন।

অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৩ হাজার ১৭৯ জন। ভোট দেওয়ার হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৬০টি পৌরসভার মধ্যে ৪৯টিতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এছাড়া, দলটির চারজন বিদ্রোহী প্রার্থীও মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি দলীয় চার প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। দলটির দুজন বিদ্রোহী প্রার্থীও জিতেছেন। এই দুই দলের বাইরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন করে মেয়র নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন দুটি পৌরসভায়।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়