ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সংসদ অধিবেশন পরিচালনায় প্যানেল সভাপতি মনোনয়ন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৮ জানুয়ারি ২০২১  
সংসদ অধিবেশন পরিচালনায় প্যানেল সভাপতি মনোনয়ন

সংসদ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ জন করে প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (১৮ জানুয়ারি) শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে   মনোনয়ন দেন স্পিকার।

এর আগে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে (একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরু হয়।

শীতকালীন একাদশ সংসদ অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি মনোনিত হয়েছেন তারা হলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

কার্যপ্রণালীবিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তীতা অনুসারে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়