Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৮ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৩ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

ডিএনসিসির মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৮ জানুয়ারি ২০২১  
ডিএনসিসির মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে গুলশানের নগর ভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডিএনসিসি মেয়র আতিকুল বলেন, 'বাংলাদেশ ও কসভো দুটি ভাতৃপ্রতিম দেশ। দুই দেশ একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।'

কসভোতে জাতিসংঙ্ঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের 'সিস্টার সিটি' হওয়ার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, 'দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।'

এসব ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

 

ঢাকা/এসআই/এসএন 

সর্বশেষ

পাঠকপ্রিয়