ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারত থেকে করোনার ভ্যাকসিন আসছে বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২১, ১৯ জানুয়ারি ২০২১  
ভারত থেকে করোনার ভ্যাকসিন আসছে বুধবার

ভারতের সেরাম ইনস্টিটিউটের দেয়া অক্সফোর্ডের ২০ লাখ ডোজ করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন বুধবার (২০ জানুয়ারি) দেশে আসছে। এদিন এই ভ্যাকসিনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদফতরের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে এরই মধ্যে ওষুধ প্রশাসনের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতের সেরামের টিকা আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দেশে  আসবে।

তিনি আরো বলেন, যারা টিকা নিয়ে কাজ করছে, সবার সঙ্গে কথা বলে এটা নিয়ে আসা হচ্ছে। আশা করি আমরা সবাইকে টিকা দিতে পারবো।

তিনি বলেন, সেরামের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে কিছু টিকা দেবে। এমনও হতে পারে সেরামের প্রথম ডোজ আসার আগেও উপহারের টিকা আসতে পারে। তবে শিগগিরই আসবে। এটি যেহেতু রাষ্ট্রীয় বিষয়, তাই এখনই তারিখটা বলছি না।

মন্ত্রী বলেন, নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যেকোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে। তবে দামের বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকবে।

হাসান/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়