ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘টিকা নিয়ে গুজবে কান দেবেন না’

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০২১
‘টিকা নিয়ে গুজবে কান দেবেন না’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা যাদের আগে দরকার তারাই আগে পাবেন, টিকা নিয়ে কেউ গুজবে কান দেবেন না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে আমরা টিকা দিতে পারবো। টিকা নিয়ে কেউ গুজবে কান দেবেন না। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক (অতিরিক্ত পরিচালক) সুশান্ত কুমার সাহাসহ আরও অনেকে।

ঢাকা/শিহাব/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়