ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমা খাতের শেয়ারে দরপতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫৫, ২১ জানুয়ারি ২০২১
বিমা খাতের শেয়ারে দরপতন

দেশের পুঁজিবাজারে হঠাৎ করে বিমা খাতের শেয়ার দরে উত্থান হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় অধিকাংশই বিমা খাতের প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৯৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্স দরপতনের তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৭০ পয়সা বেচাকেনা হয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়