ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঢাকায় মশার যন্ত্রণার কথা স্বীকার করলেন স্থানীয় সরকারমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৪ জানুয়ারি ২০২১  
ঢাকায় মশার যন্ত্রণার কথা স্বীকার করলেন স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম (ফাইল ফটো)

ঢাকায় মশার যন্ত্রণার কথা স্বীকার করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা পর্যালোচনা সভার শুরুতে তিনি বলেন, ‘ঢাকায় মশা যে অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এডিস মশা হয় ঘর-বাড়িতে। বাড়ির মালিকসহ সবাই এ মশা মারতে যোগ দিয়েছে। গত সেপ্টেম্বর থেকে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করেছিলাম বলে আমরা একটা সন্তোষজনক জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু কিউলেক্স মশা হয় ঝোপ-জঙ্গল, আর্বজনা এবং ময়লা পানিতে। সেজন্য কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে ৫০ কোটি টাকা দিয়ে বিদেশ থেকে মেশিন কেনা হচ্ছে।’

ঢাকার ৩৯টি খাল সংস্কারের কর্মপরিকল্পনা তৈরি করতে সভা ডাকা হয়েছে, জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘১৯৮৭ সালে ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালগুলো ওয়াসার কাছে হস্তান্তর করা হয়েছিল। জনমানুষের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে, এটা জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের কাছে থাকলে ভালো হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহর শুধু লিভেবল সিটি হবে না, এটা এনজয়েবল সিটি হবে।’

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়