ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসি-এইচএসসির ফল প্রকাশ বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২৫ জানুয়ারি ২০২১  
এসএসসি-এইচএসসির ফল প্রকাশ বিলে রাষ্ট্রপতির সম্মতি

মাধ‌্যমিক (এসএসসি), উচ্চ মাধ‌্যমিক (এইচএসসি) ও সমমানের ফল প্রকাশ বিষয়ে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৫ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ থেকে এ তথ্য জানানো হয়।

এর ফলে বিল তিনটি আইনে পরিণত হলো এবং কার্যকর করার অনুমতি পেল শিক্ষা মন্ত্রণালয়।  বিল তিনটি হলো- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১।

এর আগে রোববার  ( ২৪ জানুয়ারি) জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে তিনটি বিল পাস হয়। বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেয়ার পর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়ার বিধান রয়েছে। কিন্তু সংশোধিত বিলে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি বিল তিনটি সংসদে উত্থাপন করেন। 

 

ঢাকা/আসাদ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়