ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০২২ সালের জুনে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে: সেতুমন্ত্রী 

সংসদ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৬ জানুয়ারি ২০২১  
২০২২ সালের জুনে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে: সেতুমন্ত্রী 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলছেন, ২০২২ সালের জুন মাসের মধ‌্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘মহামারির কারণে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাত দিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিলো। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশের ১ হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।’

রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩ হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।’ 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়