ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রথম আলো সম্পাদকের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ দাখিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৬ জানুয়ারি ২০২১  
প্রথম আলো সম্পাদকের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ দাখিল

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা স্থগিত করে হাইকোর্ট আদেশ দাখিল করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার হাইকোর্টের আদেশ দাখিল ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন মতিউর রহমানের পক্ষে ছয় মাসের জন্য মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের প্রত্যায়িত অনুলিপি আদালতে দাখিল করা হয়।  এরপর আদালত ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ এই তথ্য জানান।  গত বছর ১২ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

অন্য আসামি হলেন- আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।  গত বছরের ৬ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন তার বাবা মুজিবুর রহমান।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়