বাংলাদেশে প্রথম করোনার টিকা নেবেন নার্স রুনু কস্তা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা।
আগামীকাল (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেবেন রুনু বেরুনিকা কস্তা। তার সঙ্গে একই হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন।
চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেবেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন। করোনার টিকা নেবেন আরও দুই চিকিৎসক। তবে তাদের নাম জানা যায়নি।
ঢাকা/হাসান/রফিক