ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঢামেকে করোনার টিকাদান শুরু

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪৬, ২৮ জানুয়ারি ২০২১
ঢামেকে করোনার টিকাদান শুরু

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪টি বুথে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জনুয়ারি) সকাল ৯টা ৫০মিনিটে অধ্যাপক নুরুল ফাত্তা রুমিকে টিকাদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।   

এর আগে গতকাল বুধবার (২৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে সিবিআরএন কমপ্লেক্সে টিকা প্রয়োগের স্থানটি পরিদর্শন করেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এ সময় তিনি বলেন, ‘২০ থেকে ৩০ জন চিকিৎসকসহ নার্স ও কয়েক জন স্টাফকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে।’ 

সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম জামাল ও মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরীসহ আরও অনেক চিকিৎসক করোনার টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, নার্স, স্টাফরাসহ সরকারি কর্মচারীদের নিয়ম অনুযায়ী টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। 

ঢাকা/সাইফুল/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়