ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দেশে ভূমিহীন-গৃহহীন পরিবার ২ লাখ ৯৩ হাজার’ 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৮ জানুয়ারি ২০২১  
‘দেশে ভূমিহীন-গৃহহীন পরিবার ২ লাখ ৯৩ হাজার’ 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি। জমি আছে কিন্তু ঘর নেই এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৬২ হাজার ২৬১টি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ৬৬ হাজার ১৮৯ পরিবারকে ২ শতাংশ খাস জমিসহ দুই রুমের ঘর দেওয়া হয়েছে। সর্বমোট ৬৯ হাজার ৯০৪ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় জুন ২০২০ তারিখে জেলা প্রশাসনের মাধ্যমে দেশের সব ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়