ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-ভারত কনস্যুলার বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ জানুয়ারি ২০২১  
বাংলাদেশ-ভারত কনস্যুলার বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় কনস্যুলার বৈঠক বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে দুই দেশের নাগরিকদের তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন, বিশেষত পাচার হওয়া মহিলা ও শিশুদের, বহির্গমন অনুমতিপত্রের সহজ সুবিধা এবং কনস্যুলার অ্যাক্সেস ত্বরান্বিত করা অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে আটক থাকা বাংলাদেশি তাবলীগ জামায়াতের সদস্যদের প্রত্যাবাসন সম্পর্কে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।  এছাড়া বাংলাদেশিদের ভিসা সহজ ও ভারতে ওভার স্টে করার জন্য জরিমানা শিথিলের আহ্বান জানানো হয়। 

বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা যেন সহজেই নিবন্ধন করতে পারে সেই অনুরোধ জানানো হয় বৈঠকে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।  ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সম্পর্ক)।

২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়।

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়