ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুইমিং পুলের তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের সুপারিশ 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২৮ জানুয়ারি ২০২১  
সুইমিং পুলের তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের সুপারিশ 

বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দ্রুত দাখিলের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম বৈঠকে উপস্থিত ছিলেন 

বৈঠকে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের ক্রীড়া পল্লি-২ এর আলাদা বিদ্যুৎ মিটার সংযোগের সুপারিশ করা হয়।  একই সাথে নতুন সংযোজিত ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ড মানসম্পন্ন কি না- তা তদন্ত করে প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

 

ঢাকা/আসাদ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়