ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২১
করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান সংসদ নেতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এইচএসসির রেজাল্ট দেওয়ায় একটা ভালো কাজ হয়েছে। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আরেকটু নিয়ন্ত্রণে আসলেই স্কুল-কলেজ সব খুলে দেবো। তখন তারা পড়াশোনা করতে পারবে। যাদের পাস করানো হয়েছে, তারা যখন শিক্ষা নেবে, তখনই যাচাই করা যাবে, কে টিকে থাকবে, কে থাকবে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, ইউনিভার্সিটিতে যেতে পারছে না। তাদের মনে যে একটা দুঃখ ছিল, অন্তত এই রেজাল্ট পাওয়ায় সেটা দূর হবে। এখন তারা পড়াশোনায় মনযোগী হবে। আগামীতে তারা পড়াশোনা ভালো করবে, সেটাই প্রত্যাশা।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়