Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

‘খালেদা জিয়া পদ্মা নদী পার হবেন কিসে?’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:১৭, ২ ফেব্রুয়ারি ২০২১
‘খালেদা জিয়া পদ্মা নদী পার হবেন কিসে?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, জোড়া-তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, কেউ তাতে উঠবেন না। এখন তিনি নদীটা পার হবেন কিসে?’

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা।

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে এত কথা, অথচ এরকম একটা কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো করতেই পারলো না, উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জোড়া-তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, কেউ উঠবেন না। তাহলে তিনি নদীটা পার হবেন কীসে? যদি নৌপথে যেতে হয়, তাহলে নৌকায় যেতে হবে। উপায় তো নেই। নৌকায় চড়তে হবে। কোনো অসুবিধা নেই। আমাদের নৌকা অনেক বড়, সবাইকে নেবো। তবে দেখে নেবো—কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটো না করে।’

বিমান খাতে উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্লেন কিনলাম এতগুলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো যথাযথভাবে চালাতে পারলাম না, এটাই দুঃখ। তারপরও সীমিত আকারে চলছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বিমান খসে পড়ে, এরকম অবস্থা। প্লেনে উঠলে পানি পড়ত, এমন একটা অবস্থা ছিল। বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা সরকারে আসার পর শুধু বিমান কেনা নয়, সবকিছু করেছি।’

ঢাকা/আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়